আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি সুরক্ষিত? Is your Facebook account secure?
Is your Facebook account secure? জেনে নিন আপনার ফেসবুক আইডি কিভাবে সুরক্ষিত রাখবেন।
সুরক্ষিত ফেসবুক পাসওযার্ড
বর্তমান সময়ে স্মার্ট ফোন নেই এমন মানুষ খুবই কম আছে, স্মর্ট ফেন থাক বা না থাক আমরা প্রায়সবাই ফেসবুক ব্যাবহার করি এবং আমাদের সকল প্রকার এক্টিভিটি
আমরা ফেসবুকসহ অন্যান্য সোস্যাল মিডিয়ায় শেয়ার করি, এছারাও আমরা আমাদে ফেসবুক একাউন্টে আমাদের পার্সনাল ফটো, ভিডিও সহ অনেক ধরনের তথ্য সংরক্ষন করে রাখি। আপনি কি কখনো ভেবেছেন আপনার ফেসবুক একাউন্টটি তথ্য রাখার জন্য কতটা নিরাপদ?
জেনে নিন ফেসবুক এ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারন কি জানতে হলে এখানে ক্লিক করুন।
সাইবার অ্যাটাক বা ফেসবুক অ্যাকউন্ট হ্যাক হওয়া নতুন কিছু না, দ্রুত ইন্টারনেটের প্রসরের ফলে ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। প্রতিনিয়ত কিছু কিছু মানুষ হ্যাকারে কবলে পরে তাদের ফেসবুক অ্যাকাউন্ট হারাচ্ছে। কয়েকদিন আগে হ্যাকারদের তৎপরতা অনেক বেড়ে গিয়েছিলো, ঐ সময় প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয় এবং পার্সনাল তথ্য চুরি হয়।
ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা যেমনই বাড়ছে তেমনি এটি হয়ে উঠেছে যেগাযেগের অন্যতম জনপ্রীয় মাধ্যম যারফলে মানুষ এখানে নিজেদের ব্যক্তি গত তথ্যও রাখা শুরু হয়েছে। ২০১৮ সালের জুলাই-সেপ্টেম্বর মাস পর্যন্ত বিটিআরসি প্রায় ১২১টি অভিযোগ পেয়েছে ।
বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি।
চলুন এবার জেনে নেই কিভাবে নিজের আইডি সুরক্ষিত রাখবেন?
১। একটি কঠিন Passwordসেট করুনঃ
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর জন্য একটি কঠিন পাসওয়ার্ড সেট করুন যা সহজে কেউ মনে রাখতে না পারে বা কেউ ধারনা করতে না পারে। কখনই আপনার ফোন নাম্বার, জন্ম তারিখ, আপনার নিজের নাম অথবা ঘনিষ্ঠ কারো নাম ইত্যাদি পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার করবেন না। আপনার সকল অ্যাকাউন্টে একই প্রকার পাসওয়ার্ড ব্যাবহার করবেন না। আপনার পাসওয়ার্ডে @#$%*&! এই চিহ্নগুলো ব্যাবহার করুন। সব মিলিয়ে অবস্যই একটি কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন।
হ্যাকারদের হাত থেকে রেহাই পেতে হলে এতোটুকু কষ্ট আপনাকে করতেই হবে প্রয়োজনে পাওযার্ডটি লিখে রাখুন।
ফেসবুকে ট্যাগ করা বন্ধ করবেন কিভাবে? জানতে হলে, এখানে ক্লিক করুন
২। জন্ম তারিখ Only me করে রাখাঃ
আপনার জন্ম তারিখ Only me করে রাখতে হবে, অনেকে Birthday wish পাওয়ার জন্য জন্ম তারিখ পাবলিক করে রাখে কিছুতেই এটা করা যাবেনা, হয়তো আপনি ভাবছেনBirthday পাবলিক করে রাখলে তাতে কি? এটা আপনার কাছে ছোট কোন ব্যাপার হতে পারে but একটি আইডি হ্যাক করার জন্য একজন হ্যাকারের কাছে এটা অনেক বড় একটা ইনফরমেশন।
৩। Loging Approval অন করে রাখাঃ
হ্যাকারদের হাত থেকে ফেসবুক আইডি সুরক্ষিত রাখতে Loging Aproval এর বিকল্প নেই, Loging Aproval on করে রাখলে আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই অপশনটি চালু করে রাখলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায় তবুও আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেনা। কারন হ্যাকার যখনি আপনার অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করে তখনি আপনার ফোন নাম্বারে একটা ছয় ডিজিটের কোড নাম্বার আসবে এবং আপনি ঐ কোডটি সাবমিট না করা পর্যন্ত আইডিতে লগইন করতে পারবেননা, যেহেতেু আপনার ফোন আপনার হেফাজতে থাকবে সেহেতু হ্যোকার ঐ কেডটি পাবেনা আর আইডিতে লগইনও করতে পারবেনা।
ফেসবুকে একটি স্টং পাসওয়ার্ড সেট করা শিখুন, যানতে হলে, এখানে ক্লিক করুন
Loging Approval on করতে হলে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন এর পর settings অপশনে চলে যান এখান থেকে Loging Approval নামের এই অপশনটি পেয়ে যাবেন সেখান থেকে Enable এ ক্লিক করুন এবার এখান থেকে Start Setup এ চলে যান এবার আপনার ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার দিয়ে ওকে করুন এবার আপনার ফোনে ছয় ডিজিটের একটা কোড নাম্বার চলে যাবে এবার ঐ কোডটি দিয়ে সাবমিট করুন তাহলেই আপনার Loging Approval on হয়ে যাবে। এখন থেকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেনা।
৪।Trusted friend অ্যাড করুনঃ ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে Trusted friend add (মানে ভরসার বন্ধু) করে রাখুন। আপনার আইডির কোন সমস্যা হলে এটি আপনার আপনাকে সাহায্য করবে।
Trusted friend add করতে প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন এর পর settings এ চলে যাবেন এখান থেকে security তে ক্লিক করুন এবার এখান থেকে Choose 3 to 5 friends to contact if you get locked out এখানে ক্লিক করে Choose Friends থেকে আপনার পছন্দের ৩-৫ জন বন্ধু বাছাই করে সেভ করুন। এবার আপনার ফেসবুক সুরক্ষিত ।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ্ হাফেজ।