ফেসবুকে আর কখনো কেউ আপনাকে ট্যাগ করতে পারবেনা।
ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা |
আমরা অনেক সময় এমন সমস্যায় পরি আমাদের পরিচিত বা অপরিচিত কোন ব্যাক্তি কোন স্টাটাস আমাদেরকে ট্যাগ করে যা আমরা একেবারেই পছন্দ করিনা বা আমাদের চরিত্রের সাথে আমাদের পেশার সাথে ম্যাচ করেনা তখন আমারা খুুবই বিরক্তবোধ করি এবং পরবর্তিতে এই ট্যাগগুলো রিমুভ করতে আমাদের অনেক সময় নষ্ট হয়। এই বিরক্তিকর ট্যাগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ফেসবুক আইডি থেকে কিছু সেটিং অপশন আছে যা বন্ধ করে দিলে আপনাকে আর কেউ ট্যাগ করতে পারবেনা। এই অপশনটি চালু করে রাখলে কেউ আপনাকে ট্যাগ করলে তা আপনার অ্যাক্টিভিটি লগে সেভ হয়ে থাকবে তখন আপনি চাইলে সেগুলো অ্যাক্টিভিটি লগে থেকে রিমুভ করে দিতে পারবেনা আবার চাইলে আপনি আপনার টাইমলাইনে এ্যাড ও করতে পারবেন।
আমরা বেশির ভাগ মানুষ যেহেতু মোবাইল-ফোন দিয়ে ফেসবুক ব্যাবহার করি তাই এখানে মোবাইল-ফোনের স্ক্রিন সর্ট এর মাধ্যমে দেখানো হলো।
(আপনাদের সুবিধার্থে চিত্র সহ ট্যাগ বন্ধ করার নিয়ম দেওয়া হলো)
যেভাবে ট্যাগ করা বন্ধ করবেনঃ
১। প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগইন করে নিন এরপর থ্রী ডট লাইনে ক্লিক করুন।(চিত্র দেখে বুঝে নিন)
২। এবার এখান থেকে Settings এ চলে যান। (নিচের চিত্র দেখে নিন)
৩। এবার এখান থেকে Timeline and Tagging এই অপশনটি খুজে বের করুন ।
৪। Timeline and Tagging এ আসার পরে এখান থেকে Who sees tag suggestions when photos that look like you are uploaded? এই লেখাটি খুজে বের করে এখানে ক্লিক করুন।
৫। এবার এখানে দুটি আলদা আলাদা অপশন দেখতে পাবেনা Friends এবং No one , এবার দেখুন এখানে Friends এ টিক মার্ক করা আছে, এবার এখান থেকে আপনি No one এ টিক দিয়ে দিন তাহলে এটা অটো সেভ হয়ে যাবে।
এবার হয়ে গেলো আপনার ট্যাগ অপশন বন্ধ, আপনার অনুমতি নানিয়ে এখন থেকে আপনাকে আর কেউ ট্যাগ করতে পারবেনা। এখন থেকে কেউ যদি আপনাকে ট্যাগ করে সেটা আপনার টাইমলাইনে আর কেউ দেখতে পাবেনা বা আপনার টাইমলাইনে শো করবেনা। আপনি যদি কখনো এই ট্যাগ গুলো আপনার টাইমলাইনে দেখাতে চান তাহলে আপনার পারমিশন দিতে হবে। বিনাঅনুমতিতে আমরা কাউকে ট্যাগ করবোনা, আমাদের বোঝা উচিত অন্য কেউে আমাদেরকে ট্যাগ করলে আমরা যেমন বিরক্ত হই তেমনি আমরা অন্য কাউকে ট্যাগ করলে তারাও আমাদের মতো বিরক্তবোধ করে, বিশেষ কারনে কাউকে ট্যাগ করতে হলে অবস্যই তার অনুমতি নিতে হবে।
আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভূলবেননা, কোন প্রশ্ন থাকলে তাও করতে পারের উত্তর পাবেন ইনস্আল্লাহ্।
আজ এপর্যন্তই কথা হবে অন্য কোন দিন কোন নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।
১। প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগইন করে নিন এরপর থ্রী ডট লাইনে ক্লিক করুন।(চিত্র দেখে বুঝে নিন)
চিত্র-১ |
২। এবার এখান থেকে Settings এ চলে যান। (নিচের চিত্র দেখে নিন)
চিত্র-২ |
৩। এবার এখান থেকে Timeline and Tagging এই অপশনটি খুজে বের করুন ।
চিত্র-৩ |
৪। Timeline and Tagging এ আসার পরে এখান থেকে Who sees tag suggestions when photos that look like you are uploaded? এই লেখাটি খুজে বের করে এখানে ক্লিক করুন।
চিত্র-৪ |
৫। এবার এখানে দুটি আলদা আলাদা অপশন দেখতে পাবেনা Friends এবং No one , এবার দেখুন এখানে Friends এ টিক মার্ক করা আছে, এবার এখান থেকে আপনি No one এ টিক দিয়ে দিন তাহলে এটা অটো সেভ হয়ে যাবে।
চিত্র-৫ |
আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভূলবেননা, কোন প্রশ্ন থাকলে তাও করতে পারের উত্তর পাবেন ইনস্আল্লাহ্।
আজ এপর্যন্তই কথা হবে অন্য কোন দিন কোন নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।