স্মার্টফোন (smartphone/andriod) আমাদের কি কি উপকার করে?
জেনে নিন স্মার্টফোন আমাদের কি কি উপকার করে?
বর্তমান সময়ে স্মর্টফোন আমাদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। সকালে ঘুম থেকে ওটার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা স্মর্ট ফোন ব্যাবহারে প্রয়োজন অনুভব করি এবং এটি আমাদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে থাকে। স্মার্টফোন যেমন মানুষের উপাকার তরে ঠিক তেমনি এটি দ্বার আমরা প্রতিনিয়ত আমাদের অজান্তেই ক্ষীতিগ্রস্থ হই।
একটু ভেবে দেখুন আজ থেকে প্রায় ১০-১২ বছর আগের কথা তাহলেই বুঝে যাবেন এই কয়টি বছরে প্রযুক্তির কতটা উন্নয় হয়েছে এবং স্মার্টফোন আমাদের সবার জীবনে কতটা পরিবর্তন এনেছে। বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন আছে বললেই চলে। স্মার্টফোন আমরা নানা কাজে ব্যবহার করে থাকি। আজ আমি আপনাদের সাথে স্মার্টফোন ব্যাবহারের কিছু সুবিধা বা এর উপকারিতা নিয়ে কিছূ কথা বলবো যা আমাদের সবার জানা দরকার।
স্মার্টফোন আমাদের জীবনে কতটুকু পরিবর্তন এনেছে তা শুধু একজন স্মর্টফোন ব্যাবহারকারি মানুষই বলতে পারবে। দিন দিন প্রযুক্তির যতটা উন্নত হচ্ছে স্মার্টফোন ও ততটাই আমাদের প্রয়োজনীয় হয়ে উঠছে।
_________________________________________________________________________
যেমনঃ-
·
যোগাযেগ মাধ্যম
·
ইন্টারনেট ব্রাউজিং
·
দেশবিদেশের খবরাখবর নেওয়া
·
ছবি তোলা ও ভিডিও করা
·
ফটে ও ভিডিও এডিটিং
·
জিপিএস ও লেকেশন ট্রাকিং
·
ব্যাবসায়ী কার্ড সংরক্ষন
·
একবার চার্জ করে অনেক্ষন চালানো যায়
·
অফিস স্যুট সফটওয়্যারের ব্যাবহার
·
অ্যাপের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যায়
·
ই-মেইল
·
শিক্ষা ক্ষেত্রে ব্যাবহারের উপকারিতা
·
বিভিন্ন ধরনের অত্যাধুনিক অ্যাপের ব্যাবহার
·
নিরাপত্তা ব্যাবস্থা
·
ভ্রমন বা বহনে সুবিধা।
এছারাও স্মর্টফোন ব্যাবহারের মাধ্যমে আমরা আরও অনেক সুযোগ সুবিধা ভোগ করে থাকি যা বলে শেষ করা যাবেনা, স্মর্টফোন যে আমাদের জীবনে যাত্রায় আমুল পরিবর্ত এনে দিয়েছে এটাই বাস্তব যা অস্বিকার করা যাবেনা।
________________________________________________________________________________
স্মার্টফোন ব্যাবহার করে আমরা সর্ব প্রথম যে সুবিধাটি ভোগ করে থাকি সেটি হলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন এ্যাপ ব্যাবহার করে খুবই কম খরচে অডিও ও ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রিয়জনদের সাথে কথা বলতে পারি।
বর্তমান সময়ে স্মার্টফোন ব্যাবহার করে আমরা সবচেয়ে বেশি যে সুবিধাটি ভোগ করে থাকি তা হলো ইন্টারনেট ব্রাউজিং । বর্তমান সময়ে আমরা ইন্টারনেট ব্রাউজিং করিনা এমন মানুষ খুজে পাওয়া দূরুহ্, আমাদের সবার হাতে হাতে স্মার্ট ফোন যার মাধ্যমে আমরা যে কোন অবস্থায় আমরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারি বা বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজ করে আমরা দেশ-বিদেশের খবরাখবর রাখতে পারি। তাই দিন দিন আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের প্রয়োজনীয়তা বেড়েই চলেছে বা আমরা প্রতিনিয়ত স্মার্টফোন ব্যাবহারের প্রয়োজন অনুভব করি ।
এরপরে আসা যাক ছবি তোলা ভিডিও করা ও এগুলো এডিটিং করা, এমন এক সময় ছিলো যখন আমরা কোন প্রকার ছবি তুলতে চাইলে বা কোন প্রগ্রাম ভিডিও করতে চাইলে আমাদের ক্যামেরা ভাড়া করতে হতো বা বা চরা মুল্য দিয়ে ক্যামেরা কিনতে হতো এছারা সেই সব ক্যামেরা ব্যাবহার করাও ছিলো কঠিন যা সাধারন মানুষ সহজে পারতো না, স্মার্টফোন থাকার কারনে এই সব কাজ গুলো আমরা খুব সহজেই করতে পারছি খুব সহজে কোন প্রাকার ঝামেলা ছারাই।
স্মর্টফোনের আরেকটি গুরুত্বপূর্ন কাজ হলো জিপিএস বা লেকেশন ট্রাকিং।
স্মার্টফোনে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম থাকে। নতুন কোনো জায়গা খুঁজে বের করতে বা পথ চিনে যাওয়ার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। গুগল ম্যাপ হলো জিপিএস বা লোকেশন সার্ভিসের জনপ্রিয় এবং কার্যকর অ্যাপ। পৃথিবীর প্রায় সব স্থানের মানচিত্র এবং কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি থাকে এসব অ্যাপে।
আগেই বলেছি স্মর্টফোনের ব্যাবহার ও এর উপকরিতা বলে শেষ করা যাবেনা, বর্তমানে সময়ে অনেক প্রকার সোস্যাল মিডিয়া রয়েছে যেমনঃ ফেসবুক, ইনেস্তাগ্রাম, মেসেঞ্জার, ইমো, ভাইবার, টুউটার সহ আরও অরও অনেক মাধ্যম যার মাধ্যমে আমরা অডিও, ভিডিও কল এবং চ্যাট করতে পারি । স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করে এখন আমরা যে কোন গান, মুভি ইত্যাদি ডাউনলোড করতে পারি যা করতে একসময় কম্পিউটার বা অন্যকোন ডিভাইসের প্রয়োজন হতো। এছারাও স্মার্টফোন ব্যাবহার করে আমরা ভিডিও গেমস্ খেলতেপারি এছারা গান শোনা ভিডিও দেখা তো আছেই।
আজ এখানেই বিদায়, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভূলবেনা।
ভালো থাকবেন সবাই, আল্লাহ্ হাফেজ।